সারাদেশ

দরজা খুলতেই সন্তানের সামনে মাকে হত্যা

দরজা খুলতেই সন্তানের সামনে মাকে হত্যা


মাদারীপুরের কালকিনিতে গভীর রাতে চার বছরের শিশুসন্তানের সামনে পাখি বেগম নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে বুধবার (৩ সেপ্টেম্বর) গভীর রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত পাখি বেগম উপজেলার এনায়েতনগর এলাকার উত্তর মাঝের কান্দি গ্রামের সৌদী প্রবাসী সোহাগ হাওলাদারের স্ত্রী। আটক ওই নারীর নাম পলি বেগম। তিনি নিহতের চাচি শাশুড়ি।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, পাখি বেগম রাতের খাবার খেয়ে শিশুসন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে দুর্বৃত্তরা পাখি বেগমের বসতঘরের চালের ওপর ইটপাটকেল ছুড়ে মারে। শব্দ শুনে পাখি বেগম দরজা খুললে কয়েকজন দুর্বৃত্ত শিশুসন্তানের সামনেই এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। শিশুর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে পুলিশকে খবর দেয়।

নিহতের শাশুড়ি নাজমা বেগম বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে আমার ছেলের বউকে খুন করা হয়েছে। খুনের ঘটনার রাতে পলি বেগম তার বাড়িতে বসে ঢোল পিটিয়ে নাচগান করেছে। যাতে খুনের ঘটনা কেউ টের না পায়। পলির স্বামী শাহাদাত হাওলাদার ও পলির বাবা ইউনুস সরদার এ ঘটনায় জড়িত।

কালকিনি থানার ওসি সোহেল রানা বলেন, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করেছি। সকালে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।