গাজীপুরের শ্রীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। বুধবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার মাওনা-বরমী সড়কের উজিলাব এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনসার আলী সরদার (৫০) রংপুরের বদরগঞ্জ উপজেলার চক পলাশবাড়ী গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিএনজিচালিত অটোরিকশাটি মাওনা চৌরাস্তা পল্লী বিদ্যুৎ মোড় থেকে যাত্রী নিয়ে বরমী যাচ্ছিল। অটোরিকশাটি মাওনা-বরমী সড়কের উজিলাব ন্যাশনাল পোল্ট্রির সামনে পৌঁছালে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অটোরিকশার ধাক্কা লাগে। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলে এক যাত্রী নিহত হন। আহত হন ইয়াকুব মন্ডল, আলম আলী ও ছাত্তার কাজীসহ চারজন। পরে আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। হতাহতরা সবাই ধান কাটার দিনমুজুর বলে জানা গেছে।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন কালবেলাকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই হাসপাতালে যায় পুলিশ। নিহত আনসার আলীর লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।