সিলেটে ট্রাক সড়কে মেরামতের সময় পেছন থেকে অপর একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন।
সোমবার (১৪ এপ্রিল) রাতে দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। মোগলাবাজার থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের কমলাবাড়ি গ্রামের শাহীন মিয়া শামীম (৫০)। তিনি ওই ট্রাকের চালক ও তার সহযোগী কামাল মিয়া (৪৫)।
পুলিশ জানায়, চলন্ত অবস্থায় পারাইরচকে শামীমের ট্রাকের চাকা পাংচার হয়ে যায়। ট্রাকটি সড়কের একপাশে দাঁড় করিয়ে চাকা পাল্টাচ্ছিলেন শাহীন ও কামাল। এ সময় ফেঞ্চুগঞ্জের দিকে যেতে থাকা পাথর বোঝাই বেপরোয়া গতির একটি ট্রাক তারা দুজনকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা নিহত হন। পরে পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
মোগলাবাজার থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, সড়কের পাশে ট্রাক দাঁড় করিয়ে চাকা পাল্টানো সময় চালক ও হেলপারকে অন্য ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তারা নিহত হন। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করেছি। ঘাতক চালককে ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।