সারাদেশ

দুই ঘণ্টায় পুড়ল গাজীপুরে ৬ ঝুট গুদাম 

দুই ঘণ্টায় পুড়ল গাজীপুরে ৬ ঝুট গুদাম 


গাজীপুরের কোনাবাড়ি থানাধীন আমবাগ এলাকায় ঝুটের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে পুড়ে গেছে ৬টি গুদাম ও মালামাল।

সোমবার (০৯ জুন) দুপুর সোয়া ১টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, সোমবার দুপুর সোয়া ১টার দিকে আমবাগ এলাকায় একটি ঝুটের গুদামে আগুন লাগে। মুহূর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোনাবাড়ি, জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। পরে তাদের সম্মিলিত প্রচেষ্টায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি বলেন, আগুনে ৬টি গুদাম ও মালামাল পুড়ে গেছে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।