সারাদেশ

দুই বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

দুই বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ


ভারতে অনুপ্রবেশের পর দেশটির সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক বাংলাদেশি দুই নারীকে ফেরত পাঠানো হয়েছে। এ সময় বিজিবি ও বিএসএফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে ফেনীর পরশুরামের বিলোনিয়া সীমান্তে মুহুরী ঘাট ইমিগ্রেশন ও শুল্ক স্টেশনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে তাদের হস্তান্তর করে বিএসএফ।

তারা হলেন খুলনার ডুমুরিয়া উপজেলার ভাদুরী গ্রামের আব্দুল হাকিমের মেয়ে হোসনে আরা খাতুন এবং মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বিক্রমপুর গ্রামের মৃত হাসিম হাওলাদারের মেয়ে মাকসুদা বেগম।

বিজিবির মজুমদারহাট ক্যাম্পের সুবেদার মো. শাহজাহান জানান, বৃহস্পতিবার সকালে আইনি প্রক্রিয়া শেষে তাদের পরশুরাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।