সারাদেশ

দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১


সাতক্ষীরা সদরে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে শহর বাইপাস সড়কের মথুরাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মো. মুস্তাফিজুর রহমান ওরফে সেলিম (২৭)। তিনি সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাপসন্ডা গ্রামের মো. নাসিম উদ্দিন সরদারের ছেলে। আহত যুবকের নাম হাফিজ হোসেন (১৮)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার দেবনগর গ্রামের মফিজুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, সাতক্ষীরা শহর বাইপাস সড়কের মথুরাপুর এলাকায় রাত ৮টার দিকে দুটি মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোস্তাফিজুর রহমান সেলিম ঘটনাস্থলেই মারা যায়। এ সময় আহত হয় অপর মোটরসাইকেল চালক হাফিজ হোসেন। তাকে সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক ত্রিদেব দেবনাথ বলেন, হাসপাতালে আনার আগেই মোস্তাফিজুর রহমান সেলিমের মৃত্যু হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। সাতক্ষীরা সদর হাসপাতালে নিহতের ময়নাতদন্ত করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।