সারাদেশ

দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, দুই উপদেষ্টাকে স্মারকলিপি

দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, দুই উপদেষ্টাকে স্মারকলিপি


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও আখাউড়া ইমিগ্রেশন ইনচার্জ (ওসি) এবং আখাউড়া থানার ওসির প্রত্যাহার চেয়ে স্বরাষ্ট্র ও তথ্য উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে সাংবাদিক সমাজ।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৪টার দিকে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ দর্শী চাকমার মাধ্যমে এ স্মারকলিপি পাঠানো হয়।

এর আগে আখাউড়া ইমিগ্রেশনের অনিয়ম ও দুর্নীতি নিয়ে যুগান্তর এবং আরটিভির অনলাইনে সংবাদ প্রকাশ হলে ইমিগ্রেশন ইনচার্জ মো. আব্দুস সাত্তার বাদী হয়ে যুগান্তরের জেলা স্টাফ রিপোর্টার ফজলে রাব্বি এবং আরটিভির মো. সাদ্দাম হোসেনের বিরুদ্ধে থানায় মামলা করেন। আখাউড়া প্রেস ক্লাবের সভাপতি শাহাদাত হোসেন লিটন, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সাইফুল ইসলাম এবং রিপোর্টার্স ইউনিটির সভাপতি রুবেল আহমেদ স্মারকলিপিতে স্বাক্ষর করেন।

ইউএনও অতীশ দর্শী চাকমা কালবেলাকে বলেন, সাংবাদিকরা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তথ্য উপদেষ্টা বরাবর লিখিত দুটি স্মারকলিপি দিয়েছেন। আমি বিষয়টি গুরুত্বের সঙ্গে ওপরে পৌঁছে দেব। আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।