সারাদেশ

দুপুরে অভিযান, সন্ধ্যায় আ.লীগের মিছিল

দুপুরে অভিযান, সন্ধ্যায় আ.লীগের মিছিল


আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাদের বাড়িতে পুলিশি অভিযানের পর সন্ধ্যায় ঝটিকা মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। রোববার (২০ এপ্রিল) যশোরের পুরাতন কসবা কাঁঠালতলা মোড় থেকে মিছিলটি বের হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিল থেকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা ফিরবে বীরের বেশে’ স্লোগান দেওয়া হয়। কয়েকটি ইজিবাইকে আওয়ামী লীগ নেতাকর্মীরা এসে মিছিলটি বের করে।

কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত বলেন, আওয়ামী লীগ মিছিল করেছে, এমন কোনো তথ্য আমার জানা নেই।

মিছিলের বিষয়ে জানতে চাইলে পুলিশ সুপার রওনক জাহান জানান, ওই স্থানের কাছাকাছি পুলিশের টিম রয়েছে। বিষয়টি খোঁজ খবর নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, রোববার দুপুরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারসহ দলটির বেশ কয়েকজন নেতার বাড়িতে পুলিশ অভিযান চালায়। তবে এতে কেউ আটক হয়নি।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।