সারাদেশ

দুর্নীতির সংবাদ প্রকাশ, সাংবাদিককে আ.লীগ নেতার হত্যার হুমকি

দুর্নীতির সংবাদ প্রকাশ, সাংবাদিককে আ.লীগ নেতার হত্যার হুমকি


সাতক্ষীরা শ্যামনগর উপজেলায় আওয়ামী লীগ নেতার দুর্নীতি ও দখলবাজি নিয়ে সংবাদ প্রকাশ করায় রিয়াজ উদ্দিন নামের এক সাংবাদিককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৩ মে) ভুক্তভোগী সাংবাদিক রিয়াজ উদ্দিন খুলনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জানা গেছে, নানা দুর্নীতি ও দখলবাজি নিয়ে সংবাদ প্রকাশ করেন দৈনিক নওরোজ পত্রিকার খুলনা বিভাগীয় ব্যুরো চিফ ও সাপ্তাহিক অপরাধ বিচিত্রার প্রতিবেদক রিয়াজ উদ্দিন। এ নিয়ে শ্যামনগরের ১০ নম্বর আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ বাবু ও নওয়াবেকি বাজার কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির হত্যার হুমকি দেন সাংবাদিক রিয়াজ উদ্দিনকে। এ ঘটনায় থানায় জিডি করেছেন ভুক্তভোগী।

চেয়ারম্যান আবু সালেহ বাবু শ্যামনগর আটুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচনী পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন।

থানায় করা জিডি সূত্রে জানা গেছে, শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ বাবু ও তার লোকজন তাকে মোবাইলে হত্যার হুমকি দিচ্ছেন।

সাংবাদিক রিয়াজ উদ্দিন বলেন, আমার হোয়াটসঅ্যাপ নম্বরে কল করে অশ্লীল ভাষায় গালাগাল ও প্রাণনাশের হুমকি দেন চেয়ারম্যান ও তার সাঙ্গপাঙ্গরা। এ হুমকির ফলে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

তিনি আরও বলেন, গত আওয়ামী লীগের শাসনামলে চেয়ারম্যান বাবুর বাবা ছিলেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বাবু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হলেও তার বাবার আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে দুবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। বাবু চেয়ারম্যান হওয়ার পর থেকে তিনি হতদরিদ্রদের বিভিন্ন ভাতার নামে অর্থ বাণিজ্য, আশ্রয়ণ প্রকল্পে দুর্নীতি, খনন প্রকল্প ও দখলবাজি নিয়ে একাধিকবার সংবাদের শিরোনাম হয়েছেন।

রিয়াজ বলেন, ২০২৩ সালের নভেম্বর ও ডিসেম্বরে শ্যামনগর পিআইও, এলজিইডিসহ বিভিন্ন দপ্তর থেকে পাওয়া একাধিক প্রকল্প গায়েব করে অবৈধভাবে অর্থ উপার্জনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

এ বিষয়ে আটুলিয়ার চেয়ারম্যান আবু সালেহ বাবুকে বারবার ফোন করলেও রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

খুলনা সদর থানার ওসি হাওলাদার সানোয়ার হোসাইন মাসুম বলেন, চেয়ারম্যানের হুমকির বিষয়ে তথ্য-প্রমাণ দেখে একটি সাধারণ ডায়েরি জমা নিয়েছি। এ বিষয়ে দ্রুত তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।