সারাদেশ

দেশের দুঃসময়ে জিয়া পরিবারের ভূমিকা অনস্বীকার্য : আমান

দেশের দুঃসময়ে জিয়া পরিবারের ভূমিকা অনস্বীকার্য : আমান


বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও খুলনা বিভাগীয় বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেছেন, জাতির ক্লান্তিকালে বারবার জিয়া পরিবারই আত্মত্যাগের মাধ্যমে মানুষকে মুক্তির পথ দেখিয়েছে।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে মেহেরপুর সরকারি কলেজ প্রাঙ্গণে জেলা বিএনপির সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আমান উল্লাহ আমান বলেন, স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে জাতিকে ঝাঁপিয়ে পড়ার প্রেরণা দিয়েছিলেন। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচার এরশাদের পতন ঘটেছিল। আর সর্বশেষ তারেক রহমানের নেতৃত্বে ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের নতুন অধ্যায় সূচিত হয়েছে।

মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিলটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও সহসাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল হাসান।

সম্মেলনে জানানো হয়, সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে একক প্রার্থী থাকায় তারা সকলেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। বাকি পদগুলো সিলেকশনের মাধ্যমে নির্ধারণ করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।