সারাদেশ

দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার আ.লীগ নেতা

দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার আ.লীগ নেতা


আমেরিকা থেকে দেশে ফিরে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগ নেতা আলহাজ গিয়াস উদ্দিন।

শুক্রবার (২৩ মে) ভোর ৫টায় আমেরিকা থেকে স্ত্রীসহ ফেরার পথে মিরসরাই থানায় করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার গিয়াস মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ছিলেন।

গিয়াস উদ্দিনের স্ত্রী তাহমিনা গিয়াস জানান, দীর্ঘদিন আমেরিকায় থাকার পর তারা দেশে ফিরছিলেন। বিমান থেকে নামার পরে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে মিরসরাই থানায় খবর দেয়। পরে পুলিশ তাকে নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।