সারাদেশ

দৌলতদিয়া-পাটুরিয়ায় লঞ্চ চলাচল বন্ধ | কালবেলা

দৌলতদিয়া-পাটুরিয়ায় লঞ্চ চলাচল বন্ধ | কালবেলা


বৈরী আবহাওয়ার কারণে পদ্মা নদী উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। অন্যদিকে লঞ্চ চলাচল বন্ধ থাকলেও স্বাভাবিক রয়েছে ফেরি চলাচল।

শনিবার (৩১ মে) দুপুর ২টার দিকে বৈরী আবহাওয়ার কারণে সাময়িকভাবে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়।

বিআইডব্লিউটিএ আরিচা নৌ-বন্দরের ট্রাফিক সুপারভাইজার মো. শিমুল বিশ্বাস কালবেলাকে বলেন, বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-পথে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।

তিনি আরও বলেন, প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে ও ঝোড়ো হাওয়া বাতাসের কারণে লঞ্চ চলাচল বিঘ্নিত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বৈরী আবহাওয়া কেটে গেলে ও বৃষ্টি থেমে গেলে পুনরায় লঞ্চ চলাচল স্বাভাবিক করা হবে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, বর্তমানে ছোট বড় মিলে এ নৌরুটে ১২টি ফেরি চলাচল করছে। ১২টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।

এর আগে ঘূর্ণিঝড় শক্তির প্রভাবের কারণে টানা দুদিন লঞ্চ চলাচল বন্ধ থাকে। বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৯টা থেকে বন্ধ থাকার পর শনিবার (৩১ মে) সকাল ৮টার দিকে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়। লঞ্চ চলাচল বন্ধের কারণে দুর্ভোগে পড়েছেন পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাট এলাকায় লঞ্চে নদী পারাপাররত যাত্রীদের।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।