সারাদেশ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু


চার ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আবহাওয়া স্বাভাবিক হয়ে আসলে ফেরি চলাচল শুরু হয়।

এর আগে, নদীতে ঝড়ো ও দমকা হাওয়া থাকায় দুর্ঘটনা এড়াতে বিকেল সাড়ে ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, বৈরী আবহাওয়ায় চার ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বর্তমানে ছোট-বড় ১২টি ফেরি চলছে। এদিকে বৈরি আবহাওয়া ও ভারী বৃষ্টির কারণে নদী উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে সকাল ৯টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

দৌলতদিয়া লঞ্চঘাটের ব্যবস্থাপক নুরুল আনোয়ার মিলন বলেন, সকালে হঠাৎ ঝড়ো হাওয়া ও পদ্মা নদী উত্তাল থাকার কারণে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে সকাল ৯টা থেকে লঞ্চ চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে দৌলতদিয়া ও পাটুরিয়া উভয় ঘাটেই যাত্রীদের ভোগান্তি দেখা দেয়। অনেকে ঘাটে এসে অপেক্ষায় থাকতে বাধ্য হন। আবহাওয়া অনুকূলে না আসা পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।