সারাদেশ

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ


রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া একটি গুরুত্বপূর্ণ নৌপথ। নৌপথটির পাটুরিয়া প্রান্তে যমুনা নদীতে তীব্র স্রোত বইছে। পাশাপাশি বড় বড় ঢেউ ও পানির প্রবল ঘূর্ণি সৃষ্টি হয়েছে।

এমন পরিস্থিতিতে নৌ দুর্ঘটনা এড়াতে বুধবার (২৫ জুন) বিকেল সাড়ে ৪টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সকল লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

দৌলতদিয়া ঘাটে কর্মরত বিআইডাব্লউটিএ’র ট্র্যাফিক সুপারভাইজার মো. শিমুল ইসলাম লঞ্চ বন্ধের বিষয়টি নিশ্চিত করে কালবেলাকে বলেন, এই নৌরুটের পাটুরিয়া ঘাট এলাকায় যমুনা নদীতে বড় বড় ঢেউয়ের পাশাপাশি প্রবল স্রোতের তোড়ে পানির তীব্র ঘূর্ণি সৃষ্টি হয়েছে। তাই দুর্ঘটনা এড়াতে আজ বিকেল সাড়ে ৪টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে সব লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি অনুকূলে এলে লঞ্চ সার্ভিস চালু করা হবে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।