সারাদেশ

ধর্মগড় সীমান্তে বিজিবির হাতে আটক চার বাংলাদেশি

ধর্মগড় সীমান্তে বিজিবির হাতে আটক চার বাংলাদেশি


ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্তে ৪ জন বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে ভারতীয় সীমান্তের ডাঙ্গীপাড়া নামক স্থান দিয়ে ভারতের ভূখণ্ডে ঘাস কাটতে গেলে টহলরত বিজিবি তাদের আটক করে।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার-৩৭৪/১ এর বিপরীতে ভারতের ডাঙ্গীপাড়া এলাকায় প্রায় ২৫০ গজ ভেতরে প্রবেশ করেন হরিপুর উপজেলার মরাধার গ্রামের চার ব্যক্তি। তারা হলেন—ইলিয়াস আলী (৭২), আব্দুর রাজ্জাক (৫৫), কামাল হোসেন (৩৫) ও বাদশা মিয়া (৩২)।

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বিষয়টি নজরে আসার পর সঙ্গে সঙ্গে বিজিবিকে অবহিত করে। খবর পাওয়ার পর বিজিবির নায়েক আজহারুল ইসলামের নেতৃত্বে টহল দল ঘটনাস্থলে গিয়ে চারজনকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে।

ধর্মগড় বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মমিনুর রহমান জানান, অনুমতি ছাড়া ভারতীয় সীমান্তে প্রবেশ করে ঘাস কাটতে যাওয়ার অপরাধে তাদের আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ প্রক্রিয়া শেষে চারজনকে রাণীশংকৈল থানায় হস্তান্তর করা হবে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।