সারাদেশ

ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন | কালবেলা

ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন | কালবেলা


জয়পুরহাটে গৃহবধূকে ধর্ষণ মামলায় সাজ্জাদ হোসেন নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া এক লাখ জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা ৩টার দিকে জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুল মোক্তাদির এ রায় ঘোষণা করেন।

কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন, জয়পুরহাট পৌর এলাকার বাগিচাপাড়া মহল্লার মোসলেম উদ্দীনের ছেলে সাজ্জাদ হোসেন (৩৪)। তিনি জামিনে গিয়ে পলাতক রয়েছেন।

জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) রিনাত ফেরদৌসী রিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, পৌর এলাকার এক গৃহবধূকে ২০১৭ সালের ২৮ জানুয়ারি গভীর রাতে ওই গৃহবধূর স্বামীর অনুপস্থিতিতে তাকে ধর্ষণ করা হয়। স্বামী বাড়িতে আসলে ঘটনার বিষয় স্ত্রীর কাছ থেকে জানতে পারেন। তার স্বামী জুয়েল রানা বাদী হয়ে সাজ্জাদ হোসেনকে আসামি করে জয়পুরহাট সদর থানায় মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কবীরুল ইসলাম তদন্ত করে ওই বছরের ৩০ ডিসেম্বর আসামি সাজ্জাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচারিক কার্যক্রম শেষে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে বিচারক এ রায় দেন।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।