নওগাঁর বদলগাছীতে জাহিদ হোসেন নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জাহিদ হোসেন বদলগাছী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তিনি নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের স্থানীয় সাবেক সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদারের ছত্রছায়ায় ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিলেন।
বদলগাছী থানার ওসি শাহজাহান আলী কালবেলাকে বলেন, বুধবার সকালে অভিযান চালিয়ে ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে। গত বছরের ৫ নভেম্বর বদলগাছীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।