সারাদেশ

নজরুলজয়ন্তী ঘিরে কুমিল্লায় ৩ দিনের বর্ণাঢ্য আয়োজন

নজরুলজয়ন্তী ঘিরে কুমিল্লায় ৩ দিনের বর্ণাঢ্য আয়োজন


প্রেম, সাম্য, দ্রোহ ও মানবতার কবি কাজী নজরুল ইসলামের জাতীয় পর্যায়ে ১২৬তম জন্মবার্ষিকীর তিন দিনের অনুষ্ঠানমালা শুরু হচ্ছে আজ। কবির রাজনীতি, প্রেম, বিয়ে, ব্যক্তিজীবন, সংগীত ও সাহিত্যের বর্ণিল অধ্যায় ঘিরেই কুমিল্লা। কুমিল্লা ও কবি নজরুল একই সুতোই গাঁথা।

কবি নজরুলের জন্মবার্ষিকীতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় এবং কুমিল্লা জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় কুমিল্লা শিল্পকলা একাডেমিতে ২৫, ২৬ ও ২৭ মে জাতীয় পর্যায়ে তিনদিনের বর্ণাঢ্য অনুষ্ঠান উদযাপিত হবে। এবারের প্রতিপাদ্য ‘চব্বিশের গণঅভ্যুত্থানঃ কাজী নজরুলের উত্তরাধিকার’।

রোববার (২৫ মে) কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে বিকেল ৩টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করবেন কবি পৌত্রী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান খিলখিল কাজী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো. লতিফুল ইসলাম শিবলী।

স্মারক বক্তব্য রাখবেন অধ্যাপক সলিমুল্লাহ খান। স্বাগত বক্তৃতা করবেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার। অনুষ্ঠানে ‘নজরুল পুরস্কার ২০২৩ ও ২০২৪’-এর জন্য মনোনীত গুণীজনদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে এবং তারা অনুভূতি প্রকাশ করবেন।

আলোচনা শেষে একাডেমির বিশেষ নিবেদন ‘চেতনা ও জাগরণে নজরুল’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফরহাদ সিদ্দিকের। দ্বিতীয় দিনও আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।

এছাড়াও তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার সমাপনী দিন আগামী মঙ্গলবার (২৭ মে) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থকার কথা রয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।