চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বালুবাহী বাল্কহেডের সঙ্গে বেঁধে রাখা নিজের নৌকা রশি ছিঁড়ে ভেসে যাওয়ার সময় নৌকা ধরতে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন মোহাম্মদ জাবের (৪০) নামে এক মাঝি। গতকাল বুধবার রাতে কর্ণফুলীর শিকলবাহা এলাকার খোলাগাঁও এলাকায় নদীতে এ ঘটনা ঘটে।
সারা রাত নদীতে খুঁজেও কোনো সন্ধান না পেয়ে বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে এসএসসি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দিতে যান নিখোঁজ মাঝির বড় ছেলে শহিদুল ইসলাম জনি (১৬)।
সে কালারপোল উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। জাবের স্থানীয় শিকলবাহা ১ নম্বর ওয়ার্ড বাইট্টাগোষ্ঠীর বাড়ির মৃত শরীফ আলীর ছেলে।
বৃহস্পতিবার বাংলা প্রথমপত্র পরীক্ষা শেষে কান্নাজড়িত কণ্ঠে শহিদুল ইসলাম জনি বলেন, সারা রাত বাবাকে নদীতে খুঁজেও কোনো সন্ধান পাইনি। বাবাকে নদীতে রেখে পরীক্ষা দিতে এসেছি। বাবার খোঁজে আমরা প্রশাসনের সহায়তা কামনা করছি।
সদরঘাট থানার ওসি মো. একরাম উল্লাহ কালবেলাকে বলেন, নিখোঁজ মাঝিকে উদ্ধারে তাদের স্বজন ও পুলিশের টিম কাজ করছে।