সারাদেশ

নদীতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ

নদীতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ


খুলনার মোংলার ঘষিয়াখালি চ্যানেলের নদী থেকে ভাসমান অর্ধগলিত অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৩ এপ্রিল) সকালে স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করেছে নৌ-পুলিশ ।

স্থানীয়রা জানান, মোংলার ঘষিয়াখালি চ্যানেলের নদীর পাড়ে মরদেহটি ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তারা থানায় খবর দেয়। খবর পেয়ে লাশটি উদ্ধার করে মোংলা নৌ-পুলিশ।

মোংলা থানার ওসি মো. আনিসুর রহমান বলেন, নদীতে ভাসতে থাকা একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটির পরিচয় যেহেতু এখনও পাওয়া যায়নি তাই কী কারণে মৃত্যু হয়েছে এখনই বলা যাচ্ছে না। সুরতহাল করার পরে বিষয়টি জানা যাবে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।