সারাদেশ

নরসিংদীতে অবৈধ ব্যাটারি কারখানা বন্ধ

নরসিংদীতে অবৈধ ব্যাটারি কারখানা বন্ধ


নরসিংদীর পলাশে অবৈধভাবে গড়ে ওঠা জিনওয়ান স্টোরেজ নামে একটি ব্যাটারি কারখানা বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

সোমবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার ফুলবাড়িয়া গ্রামে গড়ে ওঠা কারখানায় অভিযান চালিয়ে তা বন্ধ করে দেওয়া হয়। পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন এ অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, ফুলবাড়িয়া গ্রামে অবৈধভাবে গড়ে ওঠা ব্যাটারি কারখানাটি দীর্ঘদিন ধরে এলাকার ফসলি জমিসহ আশপাশের পরিবেশের ব্যাপক ক্ষতি সাধন করে আসছিল। যার কারণে এলাকাবাসী দীর্ঘদিন ধরে এটি স্থায়ীভাবে বন্ধের জন্য দাবি জানিয়ে আসছে। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে ক্ষতিকর এ কারখানায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়।

অভিযানে উপস্থিত ছিলেন- নরসিংদী পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক কামরুজ্জামান সরকার, সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায়, পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএইচএম ফখরুল হোসাইনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।