সারাদেশ

নারায়ণগঞ্জে তুলার গুদামে আগুন | কালবেলা

নারায়ণগঞ্জে তুলার গুদামে আগুন | কালবেলা


নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (০৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার আমিরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে গুদামের মালামাল।

তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, গুদামটিতে তুলা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশ এলাকায় ধোঁয়ার কুণ্ডলীতে ভরে যায়। ফলে দেখা দেয় আতঙ্ক। তখন ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার পাশাপাশি স্থানীয়ভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হয়। বন্দর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল-আরেফিন জানান, খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।