সারাদেশ

নিখোঁজের একদিন পর মাদার ভ্যাসেলের সুপারভাইজার উদ্ধার

নিখোঁজের একদিন পর মাদার ভ্যাসেলের সুপারভাইজার উদ্ধার


চট্টগ্রাম বন্দরের বহিনোঙর থেকে আনোয়ার আজম নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল আনুমানিক ৪টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে সোমবার (১৭ আগস্ট) রাত ১১টার দিকে সমুদ্রে পড়ে নিখোঁজ হন আনোয়ার আজম।

আনোয়ার আজম নবাব খান নামের এক মাদার ভ্যাসেলের সুপারভাইজার। নোয়াখালীর সেনবাগ এলাকার নুরু খানের ছেলে তিনি।

কোস্টগার্ড সূত্র জানায়, আনোয়ার জাহাজ থেকে নামার সময় ভারসাম্য হারিয়ে সোমবার রাত ১১টার দিকে সমুদ্রে পড়ে যান। আশপাশের লোকজন তৎক্ষণাৎ কোস্টগার্ড ও নৌপুলিশে বিষয়টি অবগত করেন। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের ডুবুরি দলসহ নৌপুলিশ ও কোস্টগার্ডের পৃথক টিম সমন্বিতভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।

জাহাজের ক্রেন অপরাটের আব্দুল মোতালেব জানান, জাহাজটি ১৮ দিন ধরে নোঙর করে আছে। রোববার রাতে জাহাজে কাজ শেষে নামার সময় পা পিছলে সাগরে পড়ে নিখোঁজ হন তত্ত্বাবধায়ক আনোয়ার আজম।

কোস্টগার্ডের পেটি অফিসার আমিনুল বলেন, আনুমানিক বিকেল ৪টার দিকে নবাব খান নামের এক মাদার ভ্যাসেলের সুপারভাইজার আনোয়ার আজমকে মৃত উদ্ধার করা হয়েছে। তাকে পতেঙ্গার আলফা এরিয়া (চট্টগ্রাম বন্দরের বহিনোঙর) থেকে উদ্ধার করা হয়। যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে মৃতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।