সারাদেশ

নিখোঁজ শিশু রাইসাকে হন্যে হয়ে খুঁজছে পরিবার

নিখোঁজ শিশু রাইসাকে হন্যে হয়ে খুঁজছে পরিবার


রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিখোঁজ শিক্ষার্থী রাইসা মনির (৯) খোঁজ এখনো মেলেনি। সে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

সোমবার (২১ জুলাই) দুপুরে বিমান বিধ্বস্তের এই ঘটনা ঘটে। এতে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। তাদের মধ্যে ২৫ জনই শিশু।

নিখোঁজ রাইসা মনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বাজড়া গ্রামের শাহাবুল শেখের মেয়ে। সে তার পরিবারের সঙ্গে রাজধানীর মিরপুর এলাকায় থাকত।

রাইসার চাচাতো ভাই তারিকুল শেখ বলেন, ‘দুর্ঘটনার পর থেকেই আমরা রাজধানীর বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ছুটছি। কিন্তু এখন পর্যন্ত কোনো খোঁজ পাইনি। পরিবার ভেঙে পড়েছে।’

তিনি বলেন, ‘আমরা সবার কাছে অনুরোধ করছি—যদি কেউ কোনো তথ্য পান, দয়া করে জানান। মোবাইল নম্বর-০১৯১৭-২৯৮৫৩৬।’

এর আগে, সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটের দিকে রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। আছড়ে পড়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়। বিমানটিতে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির একাকী আকাশে উড়েছিলেন।

আইএসপিআর জানায়, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল এবং মাত্র ১২ মিনিট পর এটি দুর্ঘটনার শিকার হয়ে মাইলস্টোন ক্যাম্পাসে বিধ্বস্ত হয়।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।