সারাদেশ

নিজে বাঁচতে যাত্রীদের খালে ফেলে দিলেন অটোচালক

নিজে বাঁচতে যাত্রীদের খালে ফেলে দিলেন অটোচালক



চট্টগ্রামের হালিশহরে নিজে বাঁচতে নিয়ন্ত্রণ হারানো ব্যাটারিচালিত অটোরিকশাসহ দুই যাত্রীকে খালি ফেলে দিয়েছেন চালক।

বুধবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় হালিশহর থানার সামনের খালে এ ঘটনা ঘটে। 

হালিশহর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জামির হোসেন জিয়া কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, হালিশহর থানার সংলগ্ন রাস্তার পাশে একটি অটোরিকশা উল্টে খালে পড়ে যায়। চালক লাফ দিয়ে রাস্তায় অক্ষত থাকে। কিন্তু যাত্রীসহ গাড়িটি খালে পড়ে যায়। মূলত সেই চালক নিজে বাঁচতে গাড়িটি খালে ফেলে দেয়। পরে যাত্রীকে উদ্ধার করা হয়। 

অটোরিকশাচালক স্থানীয়দের জানান, একটি ছোট বাচ্চা তার মায়ের হাত থেকে ছুটে রিকশার সামনে দৌড়ে চলে আসে। তাকে বাঁচাতে গিয়ে রিকশাটি উল্টে যায়। 

পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জামির হোসেন জিয়া বলেন, অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে যায় ব্যাটারিচালিত সেই অটোরিকশাটির। এ সময় তিনি লাফ দিয়ে রাস্তায় পড়ে যান। কিন্তু গাড়িতে থাকা দুই যাত্রী পড়ে যান খালে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা যাত্রী ও অটোরিকশাটি উদ্ধার করেছেন। তবে কারও নাম-পরিচয় আমরা জানতে পারিনি। 



Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।