বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, মানুষ হাওয়ার ওপর ভোট দেবে না। মানুষ মার্কা দেখে ভোট দেবে। যদি নির্বাচনের জোয়ার ওঠে, সেই জোয়ার ভেসে যাবে আওয়ামী লীগের সব ষড়যন্ত্র।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ মাঠে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আওয়ামী লীগ স্বাধীনতার ইতিহাস বিকৃত করেছে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণাকে অস্বীকার করার দুঃসাহস দেখিয়েছে। জিয়াউর রহমান কারও পক্ষ হয়ে নয়, নিজের অধিকার ও দায়িত্ববোধ থেকেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আওয়ামী লীগ সেই ঘোষণাকে আজও বিকৃত করে দেশের মানুষকে প্রতারিত করছে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের কারণেই শেখ মুজিবুর রহমানের মৃত্যু হয়েছে। ১৫ আগস্ট অনাকাঙ্ক্ষিত ঘটনার পর আওয়ামী লীগের কেউ তাকে দেখতে যায়নি, কেবল খন্দকার মোশতাক গিয়েছিলেন। তাই আওয়ামী লীগকে মানুষের সামনে মুক্তিযুদ্ধের একচ্ছত্র মালিক সাজার অধিকার কেউ দেয়নি।
প্রধান বক্তা হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিনা রহমান বলেন, বেগম খালেদা জিয়া ফ্যাসিস্ট এরশাদকে পরাজিত করেছিলেন, আজও তিনি লড়াই চালিয়ে যাচ্ছেন। খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর তারেক রহমান দলকে ঐক্যবদ্ধ করেছেন। ২০২৪ সালের গণঅভ্যুত্থান সেই লড়াইয়ের সফল প্রমাণ।
তিনি অভিযোগ করেন, পাশের দেশ আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা নিয়ন্ত্রণের ষড়যন্ত্রে লিপ্ত। আওয়ামী লীগ সেই ষড়যন্ত্রকে হাতিয়ার বানিয়ে দেশ লুট করেছে। তারা ’৭১-কে বিক্রি করেছে, এখন আবার ২৪-কে পুঁজি করে খেতে চাইছে। কিন্তু ’২৪ বাংলাদেশের মানুষের সম্মিলিত সংগ্রামের জয়, এটি আওয়ামী লীগের নয়।
সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। তিনি বলেন, দেশে আজ গণতন্ত্র নেই, আইনের শাসন নেই। আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকতে জনগণের রক্ত চুষছে। এ সরকারের বিদায় শুধু সময়ের ব্যাপার।
সভা পরিচালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু। আলোচনা সভায় দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।