সারাদেশ

নিষিদ্ধ ছাত্রলীগের চাঁদা দাবি, গাজীপুরে মহাসড়ক অবরোধ

নিষিদ্ধ ছাত্রলীগের চাঁদা দাবি, গাজীপুরে মহাসড়ক অবরোধ


গাজীপুরের শ্রীপুরে চাঁদাদাবি, পরিবহনে ভাঙচুর, বাস পুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে প্রভাতী-বনশ্রী পরিবহনের শ্রমিকরা।

সোমবার (২ জুন) সকাল ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত জৈনাবাজার এলাকায় সড়ক অবরোধ করেন তারা।

প্রভাতী-বনশ্রী পরিবহনের ব্যবস্থাপক তোফায়েল আহমেদ অভিযোগ করেন, রোববার (১ জুন) রাত ২টার দিকে গাজীপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমেদ ও তার ১৫-২০ জন সহযোগী প্রভাতী-বনশ্রী পরিবহনের স্ট্যান্ডে রাখা দুইটি বাস ভাঙচুর করে। এ সময় শ্রমিকদের মারধর করে আহত করেন তারা।

তিনি জানান, প্রতি গাড়ি থেকে ৫০০/১০০০ টাকা হাজার টাকা করে চাঁদা দাবি করেন তারা। চাঁদা না দিলে রাতে বাসে আগুন দিয়ে আমাদেরকে পুড়িয়ে হত্যার হুমকি দেন। আমাদের অনেক স্টাফ বাসেই রাতযাপন করে থাকে। এ সময় প্রতিবাদ করায় ওই পরিবহনের হেলপার আরিফ হোসেনকে তারা ধরে নিয়ে যায়। এখনো ওই হেলপার তাদের কাছে রয়েছে।

এদিকে এ ঘটনায় সড়ক অবরোধ করলে সেনাবাহিনী, হাইওয়ে পুলিশ এবং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হেলপারকে উদ্ধার এবং তাদের বিচারের আশ্বাস দিলে শ্রমিকেরা মহাসড়ক থেকে সরে যায়। পরে সাড়ে ৯টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এ ঘটনায় অভিযুক্ত ফাহিমের মুঠোফোনে একাধিকবার কল দিলেও সেটি বন্ধ পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক বলেন, খবর পেয়ে সেনাবাহিনী, হাইওয়ে পুলিশ এবং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিচারের আশ্বাস দিলে শ্রমিকরা সড়ক থেকে সরে যান। পরে যান চলাচল স্বাভবিক হয়।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।