সারাদেশ

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে ধাওয়া দিয়ে পুলিশে দিল বিএনপি নেতাকর্মীরা

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে ধাওয়া দিয়ে পুলিশে দিল বিএনপি নেতাকর্মীরা


বগুড়ার শাজাহানপুর উপজেলার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম কাজলকে ধাওয়া করে পুলিশে সোপর্দ করেছে বিএনপির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে উপজেলার ডোমন পুকুর গ্রাম থেকে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

আটক আরিফুল ইসলাম কাজল উপজেলার পারতেখুর মধ্যপাড়া গ্রামের মৃত তালেবের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুর ২টার দিকে সাবেক ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম কাজল ডোমনপুকুর গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাকে দেখে ফেলেন। এ সময় দৌড় দেন আরিফুল ইসলাম কাজল। তখন স্থানীয় উৎসুক জনতা ও নেতাকর্মীরা তাকে ধাওয়া করে আটক করে। পরে পুলিশে সোপর্দ করেন। আরিফ বিগত দিনে বিএনপি ও জামায়াতের লোকজনকে ক্ষমতার দাপটে এলাকা ছাড়া করেছিল।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াদুদ আলম বলেন, গত আগস্টের জুলাই বিপ্লবের ছাত্র-জনতা গণঅভ্যুত্থানের হত্যা মামলার আসামি আরিফুল ইসলাম কাজল। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।