সারাদেশ

নীলফামারীতে আটক কুমিল্লার ২ সাংবাদিক

নীলফামারীতে আটক কুমিল্লার ২ সাংবাদিক


কুমিল্লা থেকে নীলফামারী বেড়াতে যাওয়া দুই সাংবাদিক শাহাজাদা এমরান ও তরিকুল ইসলাম তরুণকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বেড়াতে গিয়ে বিভিন্ন স্পটে ঘুরাঘুরির সময় তাদের সন্দেহবশত আটক করে বলে জানা গেছে।

শনিবার (২৮ জুন) রাতে নীলফামারী পুলিশ সুপার এএফএম তারিক হোসেন খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে শুক্রবার (২৭ জুন) রাত থেকে তাদের মোবাইল বন্ধ পাওয়ায় এবং যোগাযোগ বিছিন্ন হয়ে পড়ায় শনিবার কুমিল্লা কোতোয়ালি থানায় নিখোঁজ জানিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শাহজাদা এমরানের স্ত্রী।

শাহাজাদা এমরান কুমিল্লা থেকে প্রকাশিত দৈনিক আমাদের কুমিল্লার ভারপ্রাপ্ত সম্পাদক ও দৈনিক দিনকালের প্রতিনিধি এবং তরিকুল ইসলাম তরুণ দৈনিক মানবকণ্ঠের কুমিল্লা জেলা প্রতিনিধি।

সাংবাদিক শাহজাদা এমরানের স্ত্রী মোসাম্মৎ জাহেরা আক্তার বলেন, আমার স্বামী সাংবাদিকতা পেশার পাশাপাশি মাঝেমধ্যে বন্ধুদের সঙ্গে ভ্রমণে বের হন। কিন্তু এবারের ঘটনায় আমার স্বামী ও সহকর্মীরা কোনো খোঁজ না পাওয়ায় আমরা আতঙ্কিত। স্বামীর ব্যবহৃত মোবাইল নম্বর ও সঙ্গে আরেক সাংবাদিক তারিকুল ইসলামের নম্বরও বন্ধ রয়েছে।

তিনি আরও বলেন, নীলফামারীতে সীমান্ত এলাকায় ঘুরতে যাওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী আটক করেছে শুনেছি। এ ব্যাপারে স্থানীয় প্রশাসন আমাদের কোনো তথ্য দিতে পারছে না।

কুমিল্লা কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলাম বলেন, একটি নিখোঁজ ডায়েরি হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। নিখোঁজ সাংবাদিকদের অবস্থান শনাক্ত করতে সংশ্লিষ্ট থানা ও বিভাগকে জানানো হয়েছে।

নীলফামারী পুলিশ সুপার এএফএম তারিক হোসেন খান বলেন, তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে একটি বিশেষ বাহিনী। তাদের সম্ভবত ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে শুনেছি। এর বেশি কিছু জানতে পারিনি। এ বিষয়ে আরও খোঁজ নেওয়া হচ্ছে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।