সারাদেশ

নুরাল পাগলার দরবারে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ১১

নুরাল পাগলার দরবারে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ১১


রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে হামলা মামলায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন- উজানচর ইউনিয়নের বালিয়াডাঙ্গা এলাকার মো. লাল মিয়া মৃধার ছেলে মো. হিরু মৃধা (৪০), পৌর শহরের দেওয়ানপাড়ার আবজাল সরদারের ছেলে শাফিন সরদার (১৯), জহির উদ্দিনের ছেলে এনামুল হক জনি (৩২), কাজীপাড়ার আরিফ কাজীর ছেলে অপু কাজী (২৫) এবং উজানচর দিরাজতুল্লা মৃধাপাড়ার মৃত আক্কাছ মৃধার ছেলে মাসুদ মৃধা (২৯), গোয়ালন্দ মৃর্ধা ডাঙ্গী এলাকার মকলেছুর রহমানের ছেলে মো. হায়াত আলী মৃর্ধা (২৯) ও মাল্লাপট্টি এলাকার শওকত সরদারের ছেলে মো. জীবন সরদার (২২), গোয়ালন্দ পৌরসভার আদর্শগ্রামের ছালামের ছেলে বিল্লু, মাল্লাপট্টি এলাকার হেলাল উদ্দিনের ছেলে মো. সাইফুল ইসলাম শুভ (১৭), নতুন পাড়া মাল্লাপট্টি এলাকার মো: শওকত সরদারের ছেলে মো: জীবণ সরদার (২২), ফরিদপুরের ডিগ্রীরচর বারখাদা এলাকার মো. নিজামউদ্দিন সরদারের ছেলে মোহাম্মদ ফেরদৌস সরদার (৩৬),

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম কালবেলাকে বলেন, নুরাল পাগলার দরবারে পুলিশের ওপর হামলার ঘটনায় ভিডিও ফুটেজ দেখে তাদের আমরা গ্রেপ্তার করেছি। আরও ভিডিও ফুটেজ পর্যালোচনা চলছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় ১১ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং নিহতের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। পুলিশ বাদী হতে পারে, সেক্ষেত্রে এজাহার দুর্বল হতে পারে। আমরা এই বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। নিহতের পরিবারের পক্ষ থেকে আজ বিকেলে আসার কথা বলা হয়েছে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।