সারাদেশ

নুরাল পাগলের দরবারে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ৭

নুরাল পাগলের দরবারে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ৭


রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে হামলা মামলায় এ পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব।

গ্রেপ্তাররা হলেন- উজানচর ইউনিয়নের বালিয়াডাঙ্গা এলাকার মো. লাল মিয়া মৃধার ছেলে মো. হিরু মৃধা (৪০), পৌর শহরের দেওয়ানপাড়ার আবজাল সরদারের ছেলে শাফিন সরদার (১৯), জহির উদ্দিনের ছেলে এনামুল হক জনি (৩২), কাজীপাড়ার আরিফ কাজীর ছেলে অপু কাজী (২৫) এবং উজানচর দিরাজতুল্লা মৃধাপাড়ার মৃত আক্কাছ মৃধার ছেলে মাসুদ মৃধা (২৯), গোয়ালন্দ মৃর্ধা ডাঙ্গী এলাকার মকলেছুর রহমানের ছেলে মো. হায়াত আলী মৃর্ধা (২৯) ও মাল্লাপট্টি এলাকার শওকত সরদারের ছেলে মো. জীবন সরদার (২২)।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম কালবেলাকে জানান, নুরাল পাগলার দরবারে পুলিশের ওপর হামলার ঘটনায় ভিডিও ফুটেজ দেখে তাদের আমরা গ্রেপ্তার করেছি। আরও ভিডিও ফুটেজ পর্যালোচনা চলছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এখনো তাদের পরিবারের সঙ্গে আমাদের যোগাযোগ চলছে। তারা দ্রুততম সময়ের মধ্যে থানায় এজাহার দেবেন এবং এজাহার দিলে আমরা মামলা নেব।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব বলেন, যারা ইচ্ছাকৃতভাবে একটা শান্তিপূর্ণ পরিবেশকে যারা বিঘ্নিত করতে চায় আইনশৃঙ্খলা বাহিনী অবশ্যই তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে। আমরা শুক্রবার রাতেই গোয়ালন্দ ঘাট থানায় একটা মামলা করেছি৷





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।