সারাদেশ

নোয়াখালীতে মসজিদের ইমামকে মারধর, গ্রেপ্তার ২

নোয়াখালীতে মসজিদের ইমামকে মারধর, গ্রেপ্তার ২


নোয়াখালীর সোনাইমুড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মসজিদের এক ইমামকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ এপ্রিল) সকালে উপজেলার সোনাইমুড়ী পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের মধ্য পাড়া জামে মসজিদ সামনে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার দুজন হলেন- সোনাইমুড়ী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল হকের ছেলে নাছির উদ্দিন (৩৭) ও একই পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মৃত আশরাফ আলীর ছেলে মো. ওবায়দুল্লাহ (৫৮)।

ভুক্তভোগী মাওলানা মো. নোমান সিদ্দিক (৩৫) একই ওয়ার্ডের মধ্যপাড়া জামে মসজিদের পেশ ইমাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ২৬ জুলাই উপজেলার সোনাইমুড়ী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মধ্য পাড়া জামে মসজিদে পেশ ইমাম হিসেবে যোগদান করেন মাওলানা নোমান। কয়েক মাস ধরে মসজিদের কমিটি নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। এর জের ধরে রোববার (৪ মে) মসজিদ কমিটির সদস্য আব্দুল হান্নান নতুন ইমাম নিয়োগের জন্য বর্তমান ইমামকে চাকরি ছাড়তে চাপ প্রয়োগ করে। এ ছাড়া ১৫ মে এর মধ্যে মসজিদ ত্যাগ করারও হুমকি দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে ইমামকে গালমন্দ করেন হান্নান। এরপর ইমাম নিজেই সমাধানের উদ্দেশ্যে সাধারণ মুসল্লি, মসজিদের আহ্বায়ক কমিটিসহ স্থানীয় ওলামায়ে কেরামদের মঙ্গলবার বিকেল ৩টার দিকে মসজিদে উপস্থিত থাকার আহ্বান জানান। এ নিয়ে সকাল ৭টার দিকে নাছির উদ্দিন (৩৭) মোহাম্মদ আলী (৫৬) ও মো. ওবায়দুল্লাহ (৫৮) ইমামকে হেনস্তা করতে মসজিদের ভেতরে প্রবেশ করে। একপর্যায়ে মসজিদের সামনে এলোপাতাড়ি মারধর করে।

অভিযোগের বিষয়ে জানতে মধ্যপাড়া জামে মসজিদ কমিটির সদস্য আব্দুল হান্নানের মুঠোফোনে কল করা হলেও তাকে পাওয়া যায়নি।

সোনাইমুড়ী থানার ওসি মোরশেদ আলম বলেন, এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছি। এক আসামিকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার বিকেলে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আরেক আসামিকে বুধবার (৭ মে) সকালে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।