পটুয়াখালীর মহিপুরে পরীক্ষা খারাপ হওয়ায় মোসা. রিমি নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে আলীপুর অগ্রণী ব্যাংকসংলগ্ন একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
মোসা. রিমি মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। সে চাঁদপুরের বাসিন্দা আবদুল খালেকের মেয়ে।
জানা গেছে, পরীক্ষা শেষে রিমি তার মাকে পরীক্ষা খারাপ হয়েছে বলে জানায়। দুপুরের খাবার পরে খাবে বলে রুমে চলে যায়। পরে খাওয়ার জন্য ডাকাডাকির করলে কোনো সাড়াশব্দ না পেয়ে বাসার মালিককে খবর দেয়। পরে দরজা ভেঙে তাকে উদ্ধার করে তুলাতলী ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সবার অগোচরে ঘরের ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয় সে।
মহিপুর থানার ওসি (তদন্ত) অনিমেষ হাওলাদার বলেন, ধর্ম পরীক্ষা শেষ রিমি ঘরে এসে তার মাকে বলে পরীক্ষা খারাপ হয়েছে। পরে সে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। রাতে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।