সারাদেশ

পদ্মার ভাঙনকবলে বিজিবি ক্যাম্প, সরানো হলো অস্ত্র-গোলাবারুদ

পদ্মার ভাঙনকবলে বিজিবি ক্যাম্প, সরানো হলো অস্ত্র-গোলাবারুদ


কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের উদয়নগর এলাকায় হঠাৎ করে পদ্মা নদীতে ভাঙন দেখা দিয়েছে। এ ভাঙনে ইতোমধ্যেই ফসলি জমি, বসতবাড়ি এবং সীমান্ত রক্ষায় দায়িত্বরত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ক্যাম্পের একাংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ১০ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ উদয়নগর সীমান্ত চৌকি (বিওপি) পদ্মা নদীর প্রবল স্রোত ও ঝোড়ো বাতাসের কবলে পড়ে নদীগর্ভে বিলীন হয়ে যায়। আকস্মিক ভাঙনের ফলে বিওপির দুই-তৃতীয়াংশ মুহূর্তেই নদীতে ধসে পড়ে। নিরাপত্তার স্বার্থে বাকি অংশটিও পরিত্যক্ত ঘোষণা করা হয়। তবে পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে গত ১৩, ১৪ ও ১৫ আগস্টে বিওপির অধিকাংশ স্থানান্তরযোগ্য সরঞ্জাম পার্শ্ববর্তী চরচিলমারী বিওপিতে সরিয়ে নেওয়া হয়েছিল।

তিনি আরও বলেন, ঘটনার পরপরই বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোরে জরুরি ভিত্তিতে অস্ত্র, গোলাবারুদ, অফিসিয়াল নথিপত্র, যানবাহন, চারপায়া এবং সকল সদস্যকে নিরাপদে চরচিলমারী বিওপিতে স্থানান্তর করা হয়। নৌকা, ট্রলার ও স্পিডবোটের মাধ্যমে এই স্থানান্তর কার্যক্রম সম্পন্ন হয়। বর্তমানে বিজিবির সকল সদস্য এবং গুরুত্বপূর্ণ সরঞ্জামাদি নিরাপদ ও সুরক্ষিত অবস্থায় রয়েছে।

জানা গেছে, উদয়নগর বিওপি এলাকাটি একটি চোরাচালান প্রবণ সীমান্ত অঞ্চল। এ কারণে সীমান্ত নিরাপত্তা বজায় রাখতে চরচিলমারী বিওপি থেকে বড় ইঞ্জিনচালিত নৌকা ও স্পিডবোটের মাধ্যমে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

বিজিবি আরও জানায়, সীমান্ত নিরাপত্তা ও অভিযানিক কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সেজন্য বিকল্প স্থানে নতুন বিওপি স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।