পরিবেশের ভারসাম্য রক্ষা, পশুপাখিদের অভয়ারণ্য তৈরি ও সবুজ বাংলাদেশ বিনির্মাণে শরীয়তপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হয়েছে। পর্যায়ক্রমে এ কর্মসূচির আওতায় জেলাব্যাপী তিন লাখ গাছের চারা রোপণ করার সিদ্ধান্ত নিয়েছে জেলা পরিষদ।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে জেলা পরিষদের উদ্যোগে সদর উপজেলার দেওভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক তাহসিনা বেগম।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, এলজিইডির নির্বাহী প্রকৌশলী রাফেউল ইসলাম, বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা কামাল, জেলা বন কর্মকর্তা হাবিবুর রহমান, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সিদ্দিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিনসহ বিভিন্ন দপ্তরের প্রধানরা।
জেলা প্রশাসক তাহমিনা বেগম বলেন,পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের জন্য এ কর্মসূচি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। সারা শরীয়তপুর জেলায় আগামী তিন বছরের মধ্যে আমরা তিন লাখ গাছ রোপণ করব। এর মধ্যে চলতি বছরেই এক লাখ গাছ রোপণের পরিকল্পনা রয়েছে, যার শুভ উদ্বোধন আজ অনুষ্ঠিত হলো।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, গাছ আমরা যেভাবে কেটে থাকি সেভাবেই আবার নতুন গাছ রোপণ করা প্রয়োজন—এই দায়িত্ববোধ থেকেই আমাদের এ উদ্যোগ। সরকারের পাশাপাশি স্থানীয় বিভিন্ন সংগঠনও এ কার্যক্রমে অংশ নেবে বলে আমরা আশাবাদী। জেলা প্রশাসন সবসময় এ কাজে সর্বোচ্চ সহযোগিতা করবে।