সারাদেশ

পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : আব্দুল হালিম

পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : আব্দুল হালিম


বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, সবার ভোট প্রদান নিশ্চিত এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়ন করতে হলে বাংলাদেশে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন সম্ভব নয়। শেখ হাসিনা সরকার দেশে যে ফ্যাসিবাদ কায়েম করেছিল সেটা সম্ভব হয়েছে তাদের গতানুগতিক কারণে। ঐকমত্য কমিশনে দেশের ২৬টি রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। পিআর পদ্ধতিতে নির্বাচন বাস্তবায়ন হলে সুষ্ঠু প্রতিযোগিতার পাশাপাশি গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার গঠন করা সম্ভব হবে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুরের মিঠাপুকুর উপজেলা শাখা কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলার আমির ও রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক গোলাম রব্বানী বলেন, দেশের মানুষ যদি জামায়াতে ইসলামীকে দেশ পরিচালনার দায়িত্ব দেন সেক্ষেত্রে আমরা প্রস্তুত আছি। মিঠাপুকুরে জামায়াতের বিজয়ের জন্য ছাত্র-ছাত্রী এবং যুবসমাজের প্রয়োজন অতীতেও ছিল এখনো আছে। যুবকদের মাঠ পর্যায়ে কাজ করতে হবে। আমরা সবার সহযোগিতায় মিঠাপুকুরে বিজয় নিশ্চিত করতে চাই।

মিঠাপুকুর উপজেলা জামায়াতের আমির আসাদুজ্জামান শিমুলের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন, রংপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক, রংপুর জেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ফিরোজ মাহমুদ প্রমুখ। মতবিনিময় সভায় সাংবাদিক, সুশীলসমাজের প্রতিনিধি, ছাত্র-ছাত্রী ও জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।