সারাদেশ

পিরোজপুর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত

পিরোজপুর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত


পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আলমগীর হোসেন এবং সদস্য সচিব গাজী ওহিদুজ্জামান লাবলুর নেতৃত্বাধীন বিদ্যমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। অতি শিগগিরই জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হবে।

বুধবার (০৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তবে ঠিক কী কারণে এই কমিটি বিলুপ্ত করা হলো, কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞপ্তিতে সে সম্পর্কে কিছু জানানো হয়নি।

এর আগে, গত ১০ আগস্ট রাজশাহী মহানগর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

বিলুপ্ত কমিটির যুগ্ম আহ্বায়ক বজলুল হক মন্টু এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও রাজশাহী বিভাগের সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের নির্দেশে রাজশাহী মহানগর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। মহানগর বিএনপির দায়িত্বে থাকবেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত দুই সহসাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম আলীম ও এএইচএম ওবায়দুর রহমান চন্দন।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।