সারাদেশ

পুকুরে ডুবে চাচা-ভাতিজির মৃত্যু | কালবেলা

পুকুরে ডুবে চাচা-ভাতিজির মৃত্যু | কালবেলা


সিরাজগঞ্জের সলঙ্গায় পানিতে ডুবে চাচা-ভাতিজির মৃত্যু হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) বিকেল ৪টার দিকে সলঙ্গা থানার নলকা ইউনিয়নের এরান্দহ পুরানাপাড়ায় এ ঘটনা ঘটে।

তারা হলো- এরান্দহ পুরানাপাড়ার গ্রামের মেনহাজের মেয়ে আলফা খাতুন (৪) ও আলহাজের ছেলে হোসেন আলী (৫)। তারা দুজনে সম্পর্কে চাচা-ভাতিজি।

স্থানীয় বাসিন্দা রাসেল রহমান বলেন, বিকেলে দুই শিশু খেলা করতে করতে বাড়ির পাশে পুকুরে পড়ে ডুবে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে দুজনের মরদেহ পানিতে ভেসে উঠলে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে। এ ঘটনায় পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

সলঙ্গা থানার ওসি মোখলেছুর রহমান কালবেলাকে বলেন, দুই শিশু পানিতে ডুবে মারা যাবার খবর শুনে পুলিশ পাঠানো হয়েছে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।