সারাদেশ

পুকুর থেকে বস্তাভর্তি দেশীয় অস্ত্র উদ্ধার

পুকুর থেকে বস্তাভর্তি দেশীয় অস্ত্র উদ্ধার


সাতক্ষীরার শ্যামনগরে পুকুর থেকে বস্তাভর্তি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে শ্যামনগর পৌরসভার নকিপুর গ্রামের মাওলানা জুবায়ের হোসেনের পরিত্যক্ত পুকুর থেকে বস্তায় ভর্তি অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নকিপুর গ্রামের মাওলানা জুবায়ের হোসেনের পরিত্যক্ত পুকুর থেকে বস্তায় ভর্তি ৩৪ পিস দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

পরিত্যক্ত ওই পুকুরে হাঁসুয়াগুলো কে বা কারা রেখেছিল সে তথ্য উদঘাটনে অনুসন্ধান চলছে। জানতে পারলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।