সারাদেশ

পুত্রবধূকে ধষর্ণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

পুত্রবধূকে ধষর্ণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার


বগুড়ার শিবগঞ্জে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে সাকানুর রহমান (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ মে) দুপুরে উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের কালুগাড়ি গ্রামের নিজবাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এরইমধ্যে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে ওই ঘটনায় ধর্ষণের শিকার পুত্রবধূ বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা করেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান শাহীন এসব তথ্য নিশ্চিত করে বলেন, আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, বুধবার (২১ মে) রাত ৯টার দিকে তার পুত্রবধূ ২ সন্তানের জননী (২৬) সন্তানদের নিয়ে তার নিজের ঘরে ঘুমিয়ে পড়ে। তাদের ঘরে রেখে স্বামী পাশের বাজারে যান। রাত সাড়ে ১০টার দিকে বাড়িতে ফিরে এসে দেখেন স্ত্রীকে তার বাবা ধর্ষণ করেন। এ সময় তিনি চিৎকার করে উঠলে পরিবারের ও আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

শিবগঞ্জ থানার থানা অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান শাহীন বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।