সারাদেশ

পুলিশ ফাঁড়ির গ্রিল ভেঙে পালাল মাদককারবারি

পুলিশ ফাঁড়ির গ্রিল ভেঙে পালাল মাদককারবারি


দিনাজপুরের নবাবগঞ্জের আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের জানালার গ্রিল ভেঙে রয়েল নামে এক মাদককারবারি পালিয়েছেন।

রোববার (২৩ মার্চ) ভোর ৫টার দিকে আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্র সূত্রে জানা গেছে, রোববার আনুমানিক রাত ৪টার দিকে অভিযান চালিয়ে মাদককারবারি রয়েলকে উপজেলার কুশদহ ইউনিয়নের কাজীপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে পুলিশ ফাঁড়িতে এনে একটি কক্ষে রাখা হয়। পরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে জানালার গ্রিল ভেঙে পালিয়ে যায়।

আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, রোববার ভোরে রয়েল নামে একজন মাদককারবারিকে গ্রেপ্তার করে তদন্ত কেন্দ্র নিয়ে আসা হয়। সেহরির সময় ব্যস্ততার সুযোগে ঘরের পেছনের একটা জানালার রড সরিয়ে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।