সারাদেশ

প্রতিবন্ধীদের পাশে না থাকলে উন্নয়ন অসম্পূর্ণ : চসিক মেয়র

প্রতিবন্ধীদের পাশে না থাকলে উন্নয়ন অসম্পূর্ণ : চসিক মেয়র


চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, শারীরিক কিংবা বাক ও শ্রবণ প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। তাদের সহযোগিতা করলে তারাও সমাজের মূলধারায় অবদান রাখতে পারে।

তিনি বলেন, প্রতিবন্ধীদের বাদ দিয়ে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। সমাজে বৈষম্য দূর করতে হলে শিক্ষায় সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।

রোববার (২২ জুন) নগরীর মুরাদপুরে সমাজসেবা কার্যালয়ে আয়োজিত ‘একীভূত ও মানসম্মত শিক্ষাই হোক প্রতিবন্ধীদের সমাজে অন্তর্ভুক্তির অধিকার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সেমিনারটি আয়োজন করে সমাজসেবা অধিদপ্তরের চট্টগ্রাম পিএইচটি সেন্টার। সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ফরিদুল আলম।

সেমিনারে আরও বক্তব্য রাখেন- চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. শরীফ উদ্দিন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রবিউল হোসেন, সাংবাদিক নাছির উদ্দিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিএইচটি সেন্টারের তত্ত্বাবধায়ক মো. কামরুল পাশা ভূঁইয়া।

মেয়র বলেন, প্রতিবন্ধীদের শিক্ষায় আরও সহায়তা দিতে হবে। এ লক্ষ্যে পিএইচটি সেন্টারে সিটি করপোরেশনের পক্ষ থেকে দুজন শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয়টি বিবেচনায় নেওয়া হবে।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বিভিন্ন এনজিও, প্রতিবন্ধী সংগঠন, শিক্ষক, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। অনুষ্ঠান শেষে মেয়র একটি গাছের চারা রোপণ করেন।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।