সারাদেশ

প্রত্যাহারের পর ওসির রহস্যময় স্ট্যাটাস

প্রত্যাহারের পর ওসির রহস্যময় স্ট্যাটাস


ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে (স্ট্যান্ড রিলিজ)। শনিবার (১৯ এপ্রিল) রাতে রংপুর রেঞ্জের ডিআইজির নির্দেশে তাকে তাৎক্ষণিকভাবে রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সে সংযুক্ত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সদর থানার পরিদর্শক (তদন্ত) সুজিত কুমার পালকে ওসির দায়িত্বভার অর্পণ করা হয়েছে।

এদিকে এ ঘটনার পর রোববার (২০ এপ্রিল) সকালে ওসি শহিদুর রহমান তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি রহস্যময় স্টোরি দিয়েছেন। সেখানে তিনি লেখেন, ‘মিথ্যা গল্প সাজিয়ে লাভ নেই, উপকার আমারই হবে। প্রতিটি গল্পই একটা সাক্ষী। বুঝলে বুঝ, না বুঝলে খেয়ে নে তরমুজ।’

এ বিষয়ে জানতে শহিদুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও সেটি রিসিভ হয়নি।

ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও, তাকে ফোনে পাওয়া যায়নি।


প্রসঙ্গত, গত ২ এপ্রিল ঠাকুরগাঁও সফরে এসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেন। এ সময় সংবাদকর্মীরা ওসি শহিদুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও মামলা পরিচালনায় গাফিলতির অভিযোগ তোলেন।

সাংবাদিকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বিষয়টি খতিয়ে দেখার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন এবং অভিযোগ প্রমাণিত হলে সরকারের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানাবেন।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।