সারাদেশ

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আলাদা বেতন স্কেলের উদ্যোগ

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আলাদা বেতন স্কেলের উদ্যোগ


সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আলাদা বেতন স্কেল নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

শনিবার (১৯ এপ্রিল) সকালে মাগুরা শহরের জেলা অডিটরিয়ামে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রাথমিক শিক্ষা উপদেষ্টা বলেন, ‘আমরা আরও বেশি সহকারী শিক্ষক নিয়োগ দেব। বিধিমালার কাজ চলছে। সেই সঙ্গে আরও বেশি কার্যকরের নীতিমালা করা হচ্ছে। প্রস্তাব পাস হলে বিজ্ঞপ্তি দেওয়া হবে।’

মাগুরার জেলা প্রশাসক অহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আতিকুর রহমান, খুলনা বিভাগীয় উপপরিচালক ড. শফিকুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এ সময় মাগুরা জেলার ২০০ শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।