সারাদেশ

ফসলি জমি-বাড়ির ওপর দিয়ে বিদ্যুতের লাইন নির্মাণ বন্ধের দাবি

ফসলি জমি-বাড়ির ওপর দিয়ে বিদ্যুতের লাইন নির্মাণ বন্ধের দাবি


মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় তিন ফসলি জমি ও বসতবাড়ির ওপর দিয়ে বিদ্যুৎ সঞ্চালন লাইন এবং টাওয়ার নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ জুন) বিকেলে উপজেলার টেংগারচর ইউনিয়নের মধ্য ভাটেরচর বাজারে এ কর্মসূচির আয়োজন করেন এলাকাবাসী। এতে শত শত গ্রামবাসী অংশ নেন।

বক্তারা বলেন, গজারিয়া এখন শিল্পাঞ্চল হলেও এই অঞ্চলে কৃষিজমির পরিমাণ কম। বসতবাড়ি ও তিন ফসলি জমির ওপর দিয়ে বারবার উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক সঞ্চালন লাইন ও টাওয়ার নির্মাণের ফলে জমির মূল্য কমে যাচ্ছে। কৃষি উৎপাদন বিঘ্নিত হচ্ছে এবং বাড়িঘর নির্মাণ করা সম্ভব হচ্ছে না।

তারা আরও বলেন, বছরের পর বছর ধরে শিল্পকারখানার নামে আমাদের কৃষিজমি দখল হয়ে যাচ্ছে। এবার যদি তিন ফসলি জমি ও বসতঘরের ওপর দিয়ে বিদ্যুতের হাই ভোল্টেজ লাইন বসানো হয়, তাহলে আমাদের অস্তিত্বই হুমকির মুখে পড়বে।

বক্তারা বলেন, আমরা জানতে পেরেছি একাধিক বেসরকারি প্রতিষ্ঠান আমাদের গ্রামের ওপর দিয়ে বিদ্যুতের লাইন নিতে চাচ্ছে। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, প্রয়োজনে জীবন দেব, তবু জমি ও ঘরের ওপর দিয়ে এই লাইন নিতে দেব না।

তাদের অভিযোগ, লাইনের কারণে বাড়িঘর নির্মাণ, কৃষিকাজ এবং স্বাভাবিক জীবনযাপন করা যাচ্ছে না। এ সময় দ্রুত এই প্রকল্পের বিকল্প পথ নির্ধারণ এবং জমির মালিকদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তারা। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

মানববন্ধনে বক্তব্য দেন ভাটেরচর দে এ মান্নান পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাখাওয়াত হোসেন, ভাটেরচর ইসলামিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি সিরাজুল ইসলাম, সমাজসেবক মোদাচ্ছের হক, ব্যবসায়ী এমএ মতিন, গোলাম মাওলা দেওয়ান, গোলাম মোস্তফা মুন্সী, জাকির হোসেন, চাঁন মিয়া, নুরুজ্জামান, খোকন প্রধান, হুমায়ুন প্রধান, লিটন প্রধান প্রমুখ।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।