সারাদেশ

ফেরিতে বকশিশের নামে অতিরিক্ত ভাড়া আদায়

ফেরিতে বকশিশের নামে অতিরিক্ত ভাড়া আদায়


পটুয়াখালীর চরগরবদী-বগা ফেরিতে সরকারি ইজারা বাতিলের পরও বকশিশের নামে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। প্রতিদিন এই ফেরি দিয়ে যাতায়াত করা যাত্রীবাহী ও পণ্যবাহী পরিবহন থেকে লাখ টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ আদায় হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

স্থানীয় সূত্র জানায়, ফেরি পরিচালনার দায়িত্ব সড়ক ও জনপথ (সওজ) বিভাগের হলেও অতিরিক্ত ১০-১২ জন স্থানীয় লোককে যুক্ত করা হয়েছে। তারা সিন্ডিকেট তৈরি করে টোলের সঙ্গে বকশিশ আদায় করছে।

অভিযোগ অনুযায়ী, প্রতিদিন গড়ে প্রায় ১০০টি যাত্রীবাহী পরিবহন থেকে ৫০ টাকা হারে আদায় হচ্ছে ৫ হাজার টাকা। এ ছাড়া ৫০টি ট্রাক থেকে ওঠানো হচ্ছে আরও ২ হাজার ৫০০ টাকা। মিনিবাস, পিকআপ, কভার্ডভ্যান, মাইক্রোবাস, প্রাইভেটকার, অটো ও টমটমসহ অন্যান্য যানবাহন থেকেও নিয়মিত আদায় করা হচ্ছে। সব মিলিয়ে প্রতিদিন কমপক্ষে ১৬ থেকে ২০ হাজার টাকা উঠছে বকশিশ বাণিজ্যের মাধ্যমে।

চালক ও পরিবহন শ্রমিকরা বলছেন, সরকারি ভাড়ার পাশাপাশি জোরপূর্বক এই টাকা দিতে হচ্ছে। বাউফল-ঢাকা রুটের পরিবহন সুপারভাইজার কবির হোসেন বলেন, বকশিশ না দিলে ফেরির লোকজন নানা অজুহাতে হয়রানি করে। বাধ্য হয়ে দিতে হয় অতিরিক্ত টাকা।

পিকআপ চালক মোশাররফের অভিযোগ, ফেরিতে ওঠার সময় শ্রমিকরা গাড়ির সামনে দাঁড়িয়ে টাকা দাবি করে। না দিলে কয়েকজন মিলে হুমকি দেয়।

একই অভিযোগ করেছেন স্থানীয় মোটরসাইকেল ও অটো চালকরা। তাদের দাবি, সরকারিভাবে নির্ধারিত ভাড়া ৫ টাকা হলেও ১০-২০ টাকা পর্যন্ত দিতে হচ্ছে বকশিশ হিসেবে।

এ বিষয়ে পটুয়াখালী সওজের নির্বাহী প্রকৌশলী মো. জামিল হোসেন বলেন, জনবল সংকটের কারণে স্থানীয় কয়েকজনকে টোল সংগ্রহের কাজে রাখা হয়েছে। তবে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়টি জানেন না দাবি করে তিনি বলেন, সরকারি ভাড়ার বাইরে টাকা নেওয়ার কোনো নিয়ম নেই। অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।