সারাদেশ

বগুড়ায় এক সঙ্গে তিন থানার ওসি রদবদল

বগুড়ায় এক সঙ্গে তিন থানার ওসি রদবদল


বগুড়ায় এক সঙ্গে তিনটি থানায় অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। বগুড়া জেলা পুলিশ সুপার জেদান আল মুসার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ কন্ট্রোল রুমের ইন্সপেক্টর হাসান বাসির।

এছাড়া সদর থানার বর্তমান ওসি এসএম মঈনুদ্দীনকে শেরপুর থানায় অফিসার ইনচার্জ হিসেবে এবং শেরপুর থানার বর্তমান ওসি শফিকুল ইসলাম শফিককে শাজাহানপুর থানায় অফিসার ইনচার্জ হিসেবে বদলি করা হয়েছে।

পুলিশ সুপারের দপ্তরের আদেশে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে এ বদলি ও পদায়ন করা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে দায়িত্ব গ্রহণ ও হস্তান্তর করতে হবে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।