সারাদেশ

বগুড়ায় শহীদ মাহবুব আলী খানের ৪১তম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

বগুড়ায় শহীদ মাহবুব আলী খানের ৪১তম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল


নৌবাহিনীর সাবেক প্রধান ও মহান মুক্তিযুদ্ধের বীর সেনানায়ক এবং জাতীয়তাবাদী রাজনৈতিক ধারার অন্যতম অগ্রনায়ক শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়েছে খতমে কোরআন ও দোয়া মাহফিল।

মরহুম মাহবুব আলী খান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী, খ্যাতিমান চিকিৎসাবিদ ডা. জুবাইদা রহমানের বাবা।

বুধবার (৬ আগস্ট) বাদ জোহর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের কেন্দ্রীয় মসজিদে আয়োজিত এ দোয়া মাহফিলে অংশ নেন কলেজের সাবেক ও বর্তমান ছাত্র, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা।

দোয়া মাহফিলের আয়োজন করে ‘ন্যাশনালিস্টস অব শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ’ (সাবেক ও বর্তমান ছাত্রদল)। দোয়া মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে অংশ নেন কেন্দ্রীয় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সাবেক যুগ্ম মহাসচিব এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক কর্নেল মো. মহসীন, কলেজের ভাইস প্রিন্সিপাল ডা. আবু হেনা মো. মোস্তফা কামাল, বিএমএ বগুড়া জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক ডা. আজফারুল হাবিব রোজ, সদস্য সচিব ডা. ওয়াহেদ, ডা. আহসানুল শিপন, ডা. লায়েল, ডা. রাসেল, ডা. আমিনুর রহমান হীরা, ডা. তাপস দাস, ডা. সাঈদ, ডা. মনিরুজ্জামান মনির, ডা. সুলতান শরীফ, ফয়সাল মাহবুব জয়, আফরাযীম আজাদসহ অন্য চিকিৎসকরা।

বক্তারা শহীদ মাহবুব আলী খানের দেশপ্রেম, সততা ও প্রশাসনিক দক্ষতার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, জাতির ক্রান্তিলগ্নে শহীদ মাহবুব আলী খানের মতো ত্যাগী ও দূরদর্শী নেতৃত্ব আজও অনুকরণীয়।

অনুষ্ঠানে কোরআনখানি শেষে শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় এবং গরিব-দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।