সারাদেশ

বগুড়ায় ৫ ইউএনওর মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবি

বগুড়ায় ৫ ইউএনওর মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবি


বগুড়ায় পাঁচ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। রোববার (২০ এপ্রিল) বগুড়া সদর উপজেলা, ধুনট উপজেলা, শেরপুর উপজেলা, কাহালু উপজেলা ও শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তারা এ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সতর্ক করেছেন।

বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদ জানান, ‘তার মোবাইল নম্বর ক্লোন করে কয়েকজনের কাছে ফোন দেওয়া হয়েছিল। যাদের কাছে ফোন দিয়েছিল, তারা বুঝতে পেরে তাকে জানান।’

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা হিমেল রিছিল বলেন, ‘রাজনৈতিক দলের নেতারা, জনপ্রতিনিধিসহ কয়েক ব্যক্তিকে ফোন করে টাকা চাওয়া হয়েছে। তারা তাৎক্ষণিক আমাকে ফোন করে ব্যাপারটি জানিয়েছেন। একটি প্রতারক চক্র এমন ঘটনা ঘটিয়েছে।’

শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাইফুর রহমান বলেন, ‘বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে ফেসবুকে পোস্ট করে সবাইকে সতর্ক করি। আমরা এরইমধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছি।’





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।