সারাদেশ

বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু | কালবেলা

বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু | কালবেলা


কুষ্টিয়ায় পৃথকস্থানে কৃষি কাজ করতে গিয়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) দুপুরে জেলার কুমারখালীর কয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামে ও মিরপুর উপজেলার তালবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- জেলার কুমারখালীর কয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত চয়ন উদ্দিনের ছেলে জহুরুল ইসলাম ও মিরপুর উপজেলার তালবাড়িয়া এলাকার বাসিন্দার মফেজ মণ্ডলের ছেলে তুনু মণ্ডল অরফে কুদ্দস।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পদ্মা নদী শুকিয়ে চর জমেছে। সেখানে কৃষক জহুরুল ধান চাষ করেছিলেন। সকালে পাকা ধান কেটে রেখে আসছিল। দুপুরে বৃষ্টি শুরু হলে পলিথিন নিয়ে কাটা ধান ঢাকতে গিয়েছিলেন জহুরুল। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

সরেজমিন গিয়ে দেখা যায়, পদ্মা নদীর পাড়ে কৃষক জহুরুলের জরাজীর্ণ টিনশেডের ঘর। ঘরের ছোট্ট বারান্দায় রাখা রয়েছে মরদেহ। উৎসুক জনতা শেষবারের মতো এক নজর দেখতে ভিড় করেছেন। স্বজনরা আহাজারিতে ভেঙে পড়েছেন।

জহুরুলের ভাতিজা মুন্না শেখ বলেন, ‘একসঙ্গে কাজ করছিলাম। হঠাৎ বিশাল শব্দ করে ডাক (বজ্রপাত) মারে। আর চাচা এক দিকে আর আমি একদিকে উল্টে পড়ি। পরে ছুটে এসে দেখি কান দিয়ে রক্ত বের হচ্ছে। শরীরের এক পাশ পুড়ে গেছে।’

কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ বলেন, মাঠে কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতে একজন মারা গেছেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, একই সময় কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া এলাকায় বজ্রপাতে আরও একজনের মৃত্যু হয়েছে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।